সৈয়দ আবুল মকসুদ আর নেই : এসএমএস মিডিয়া’র শোক প্রকাশ
সময় সিলেট ডেস্ক :
বিশিষ্ট লেখক, বিদগ্ধ গবেষক, শক্তিমান কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদমাধ্যমকে মরহুমের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ জানান- ‘বিকালে বাবা হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগলে আমরা তক্ষুনি তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। একটু আগে তিনি মারা যান।’
সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
সৈয়দ আবুল মকসুদ সাহিত্যিক হিসেবেও খ্যাতিমান ছিলেন। ১৯৮১ সালে তার কবিতার বই বিকেলবেলা প্রকাশিত হয়। ১৯৮৭ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ দারা শিকোহ ও অন্যান্য কবিতা প্রকাশিত হয়। মানবাধিকার, পরিবেশ, সমাজ ও প্রেম নিয়ে তিনি কবিতা লিখেছেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, সৈয়দ ওয়ালীউল্লাহ, মোহনদাস করমচাঁদ গান্ধী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণা করেছেন।
তিনি তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। তার প্রবন্ধসমূহ দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের উপর। ‘জার্নাল অব জার্মানি’ তার লেখা ভ্রমণকাহিনী। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
এদিকে, সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দৈনিক সময় সিলেট’র বার্তাকক্ষে প্রেরিত এক যৌথ শোকবার্তা’য় এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা বলেছেন- দেশের বিশিষ্ট কলামিষ্ট, প্রাবন্ধিক, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের ইন্তেকালে মরহুমের শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে ব্যথিত হয়েছি। দেশে একজন গুণী ও বিদ্বান ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। পত্রিকায় প্রকাশিত কলামগুলোতে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে তাঁর পর্যবেক্ষণ ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ।
তারা বলেন- খ্যাতনামা ব্যক্তিদের জীবনী ও কর্ম নিয়ে গবেষণামূলক অসংখ্য গ্রন্থ লিখে তিনি সুনাম অর্জন করেছেন। সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি জাতীয় পর্যায়ে নানা পুরস্কারেও ভূষিত হয়েছেন। তিনি সত্যের পক্ষে ছিলেন একজন নির্ভিক ভাষ্যকার। তাঁর মৃত্যুতে দেশ নিঃসন্দেহে একজন গুণী ব্যক্তিকে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ শোকবার্তায় সৈয়দ আবুল মকসুদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুনগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।