স্টীমেইজে চালু হচ্ছে আমেরিকান স্টাডিজ কোর্স
সংবাদ বিজ্ঞপ্তি :
আমেরিকান স্টাডিজ নামে নতুন একটি কোর্স চালু করেছে সিলেটের বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ‘স্টীমেইজ’। ‘আমেরিকান স্টাডিজ’ নামের কোর্সটি সাজানো হয়েছে আমেরিকার ইতিহাস, সাহিত্য, সঙ্গীত এবং ভাষার উপর ভিত্তি করে। কোর্সটি ১২ সপ্তাহ ব্যাপী এবং প্রতি সপ্তাহে সোমবার ও বুধবার ১ ঘণ্টার ২টি করে ক্লাস থাকবে।
আমেরিকান স্টাডিজ কোর্সটি ডিজাইন এবং পরিচালনা করবেন ‘স্টীমেইজ’ স্কুলের প্রিন্সিপাল মার্ক বারথলোমোয়। যিনি ব্রিটিশ কাউন্সিলের সাবেক ডিরেক্টর, শিক্ষক, কোর্স ডিজাইনার এবং একজন অভিজ্ঞ প্রশিক্ষক।
সংশ্লিস্টরা জানান- যারা দেশে ইংরেজি মাধ্যমে পড়াশুনা করছে এবং আগামীতে আমেরিকান সিলেবাসে পড়বে, তাদের জন্য এই কোর্সটি খুবই সহায়ক হবে। সাশ্রয়ী মূল্যে অনলাইনে একটি কোর্স চালু করা হচ্ছে।
সংশ্লিস্টরা জানান- কোর্সটি ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে চালু হবে। তাই আগ্রহী শিক্ষার্থীদেরকে বিস্তারিত তথ্যের জন্য ০১৭০৭-০৭৯৭৯৭ অথবা ইমেইল করুন officestemays@gmail.com এ অথবা ফেইসবুক পেইজ www.facebook.com/stemays.edu এ লগ ইন করতে বলা হয়েছে।