সিলেটে পটুয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ককে সংবর্ধনা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া এমপির সুযোগ্য পুত্র আলহাজ এডভোকেট আরিফুজ্জামান রনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারের ব্লু-ওয়াটার শপিং কমপ্লেক্সে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন- বর্তমান সরকার দেশ ও জনগনের ঈর্ষনীয় উন্নয়ন করেছে। যা বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে। সরকারের এ সাফল্য ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশবিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। ভোটের রাজনীতিতে ঠিকতে না পেরে বহির্বিশ্বের বিতর্কিত সংবাদ মাধ্যমকে ব্যবহার করে দেশকে অস্থীতিশীল করার চেষ্টা হয়েছে। কিন্তু দেশের আপামর জনগনের বিশ্বাস ও প্রচেষ্টায় তাতেও তারা ব্যর্থ হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্রের মিশিগান যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজেল তালুকদার, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা রাসেল আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা খায়রুল হাসান, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ওমর মনিহার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জুবায়ের আহমদ, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, দক্ষিণ সুরমা যুবলীগ নেতা ইকবাল হোসেন মিটু, ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিল ও তালহা আহমদ, মহানগর শ্রমিক লীগ নেতা ফয়সল আহমদ প্রমুখ।