দ্রুত সিলেট জেলা বিএনপির কাউন্সিল আয়োজনের নির্দেশ তারেক রহমানের
স্টাফ রিপোর্টার :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়ালী সভা করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্কাইপে যুক্ত হয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন তারেক রহমান।
তিনি বলেন- দ্রুততম সময়ের মধ্যে সিলেট জেলা বিএনপির কাউন্সিল আয়োজন করতে হবে। মার্চের ১৫ তারিখের মধ্যে জেলার আওতাধীন সকল ইউনিয়ন ও উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন করতে হবে। রমজানের পূর্বেই জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করতে হবে। স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের দিয়ে তৃণমুল বিএনপিকে সাজাতে হবে।
তৃনমূল বিএনপি দলের প্রাণ উল্লেখ করে তিনি বলেন- বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র নস্যাত করতে তৃনমূল বিএনপি অগ্রনী ভুমিকা পালন করবে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে ক্ষুদ্র স্বার্থ পরিহার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। সিলেট জেলার যেসব উপজেলা ও ইউনিয়নে এখনও কমিটি হয় নাই, তাদেরকে দ্রুত কমিটি গঠন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে বিএনপির দুর্জয় ঘাটিতে পরিনত করতে হবে। ইতিহাস স্বাক্ষী প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট বিএনপির উর্বর ভুমি হিসেবে স্বীকৃত হয়ে আছে। এর ধারা অব্যাহত রাখতে হবে। সভায় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জেলার আওতাধিন বিভিন্ন ইউনিটের বিগত দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ও এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মন্নান, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ।