কোম্পানীগঞ্জের দুই যুবদল নেতা সিলেটে সংবর্ধিত
সময় সিলেট ডট কম
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু এবং সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাতকে সিলেট নগরীতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আম্বরখানায় সিলেট মহানগর ছাত্রদলের ১ম সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে দুদু এবং হাসনাতকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আহাদ রানা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এমদাদুর রহমানসহ ছাত্রদল নেতৃবৃন্দ।