আগামিকাল শেখ ফজিলাতুন নেছা ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
সময় সিলেট ডেস্ক :
বঙ্গমাতার নামে উৎসর্গকৃত প্রতিষ্ঠান সিলেটের ওসমানীনগর উপজেলার ‘শেখ ফজিলাতুন নেছা ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র ফাজিল স্থর এমপিওভূক্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বরাদ্দের জন্য গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামিকাল ২৭ ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
শেখ ফজিলাতুন নেছা ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র গভর্নিং বডির সভাপতি মুফতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (নাজলু), সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জি রাসুল (খালেক আহমদ)।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সকলকে সথাসময়ে উপস্থির থাকার এবং এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে অনুষ্ঠানে সফল ও সার্থক করে তোলার জন্য বিশেষভাবে আহবান করেছেন মাদরাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন আল-মামুন।