ছাত্র জমিয়ত রাজাগঞ্জ ইউনিয়ন শাখার মাসিক বৈঠক ও সংবর্ধনা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়ন শাখার মাসিক বৈঠক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শাখা সভাপতি মাওলানা শাহিদুর রহমানের যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
হাফিজ শিব্বির আহমদের তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য রাখেন- ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা হাবীব আহমদ মাসুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আতিকুর রহমান, যুব জমিয়ত রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মতিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম ফাহিম, কানাইঘাট উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জমিয়ত কর্মী মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল করিম আল মাদানী, ইউনিয়ন ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ জাহেদ আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- জমিয়ত নেতা মাওলানা ইমরান চৌধুরী, যুব জমিয়ত রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজ জাহেদ আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, ছাত্র জমিয়ত রাজাগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ নাজমুল হুদা, হাফিজ আব্দুন নুর নোমানসহ ইউনিয়ন ছাত্র জমিয়তের দায়িত্বশীলবৃন্দ।
সভায় মাওলানা ওয়েস আহমদ মাসরুরকে এই সেশনের জন্য সভাপতি হিসাবে দায়িত্ব অর্পণ করা হয়।
সর্বশেষ, গাড়ি এক্সিডেন্টে আহত জেদ্দা প্রবাসী জমিয়তকর্মী শরীফ আহমদ লস্করের সুস্থতা কামনা করে দো’আ পরিচালনা করেন- ইউনিয়ন জমিয়তের অন্যতম মুরব্বি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল জলিল।