লালাবাজারে শিহাব উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত
বিশেষ সংবাদদাতা :
সিলেটের দক্ষিণ সুরমার মেধাবী শিক্ষার্থী শিহাব উদ্দিন হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সচেতন এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
তিন ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে নিহতের স্বজন ও সমাজের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের শ্রেণী-পেশার কয়েকশ’ মানুষ অংশ নেন। এসময় নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন- হত্যাকান্ডের ২ বছর পেরিয়ে গেলেও মূলহোতা সুফিয়ানসহ তার সহযোগী আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসময় তারা বলেন- অবিলম্বে ঘাতক এবং তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা না হলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন- প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল লতিফ। তিনি প্রশ্ন তোলেন- সুফিয়ান কি করে দেশ ছেড়ে পালিয়ে যায়? হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। আর কোন শিহাব উদ্দিনকে এমন নির্মমভাবে যাতে হত্যার শিকার হতে না হয়, সেজন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন । নিহতের বাবা ইদ্রিস আলী তার বক্তব্যে বলেন, আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছে । আর কোন মায়ের কোল যাতে খালি না হয়, সেজন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানান এবং তার ছেলের খুনিদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষানুরাগী আলীনুর রহমান খান সাজু, কৃষিবিদ ড. রফিকুল ইসলাম, ঠান্ডু মোল্লা, আলী আকবর, ইমাদ, নাদিম, সায়মন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারী লালাবাজারে শ্রমিক-শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শিহাব উদ্দিন নামে এক মেধাবী শিক্ষার্থী নিহত হয়। এতে সুফিয়ান, আনোয়ার হোসেন, মুক্তারসহ অজ্ঞাত দশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ আসামিদের কাউকে আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।