অগ্রণী ব্যাংক কর্মকর্তা হত্যাকারীর শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার সংবাদদাতা :
সিলেটে অগ্রণী ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন পালন করেছে ব্যাংক অফিসার এসাসিয়েশন মৌলভীবাজার। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই সংগঠনটির আয়োজনে শহরের চৌমহনা এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যাংক অফিসার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. মৌলভীবাজার শাখার এসপিও ও শাখা ব্যবস্থাপক মো. আশরাফ-উল-আলম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও সোনালী ব্যাংক লি. মৌলভীবাজার প্রধান শাখার এজিএম ও শাখা প্রধান খালেদ মুহাম্মদ ফরহাদ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লি. মৌলভীবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ব্র্যাক ব্যাংক লি. মৌলভীবাজার শাখার এসএভিপি ও ব্যবস্থাপক সাইফুল আলম, দি সিটি ব্যাংক লি. মৌলভীবাজার শাখার এসএভিপি ও ব্যবস্থাপক আহতামাম উদ্দিন মঞ্জুর, সংগঠনটির সভাপতি ও জনতা ব্যাংক লি. মৌলভীবাজার কর্পোরেট শাখার এজিএম ও ব্যবস্থাপক মো. আব্দুল হামিদ, সহ-সভাপতি ও ইসলামী ব্যাংক লি. মৌলভীবাজার শাখার ভিপি ও শাখা প্রধান মো. জিয়াবুল আলমসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক লি. মৌলভীবাজার শাখার শাখা প্রধান লুৎফুল মজিদ জুয়েল, রুপালী ব্যাংক লি. শেরপুর শাখার ব্যবস্থাপক রাহাত চৌধুরী, ইস্টার্ণ ব্যাংক লি. মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বাহার উদ্দিন, এক্সিম ব্যাংক লি. মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আহমেদুর রহমান প্রমুখ।