চেম্বার নেতৃবৃন্দের সাথে এফবিসিসিআই সাবেক সহ-সভাপতির সৌজন্য সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চেম্বার বোর্ড রুমে এফবিসিসিআই এর সাবেক ১ম সহ-সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন তাঁর ব্যক্তিগত সফরকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ তাকে সিলেট চেম্বারে স্বাগত জানান। সভায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী মহলের করণীয় প্রসঙ্গে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক মো. হিজকিল গুলজার, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক হাছিন আহমদ, সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক পরিচালক খলিলুর রহমান মাছুম প্রমুখ।