ওসমানীনগরে ভারতীয় বিড়িসহ গ্রেফতার ২
সময় সিলেট ডট কম
সিলেটের ওসমানীনগরে ৭৭ হাজার ভারতীয় বিড়িসহ ২ জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তারা হলো, উপজেলার নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র আয়াছ আলী ও নবীগঞ্জ উপজেলার ঢারার পাড় গ্রামের মৃত কালাম উদ্দিনের পুত্র মজনু মিয়া।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে অভিযান পরিচালনা করে বিড়িসহ তাদের আটক করা হয়।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-শেরপুর মিনিবাস থেকে গোয়ালাবাজারে বিড়ি নামানো হচ্ছে এমন খবরে বাস স্টেন্ডে অবস্থান নেয় থানা পুলিশ। এসময় বাস থেকে ৪ জন ব্যক্তি দুটি বস্তা করে বিড়ি নামানোর সময় পুলিশ অভিযান পরিচালনা করলে ২ জনকে আটক করছেও ২ জন পালিয়ে যায়। পরবর্তীতে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ।