হবিগঞ্জে ৩ ইটভাটাকে জরিমানা
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ সদর ও বহুবলে ৩টি ইটভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব। এ তথ্যটি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান।
তিনি বলেন, স্বাভাবিক সাইজের চেয়ে ইটের সাইজ ছোট করে ভোক্তাদের সঙ্গে এসব প্রতিষ্ঠানগুলো প্রতারণা করছে। এজন্য তিন ইটভাটার মালিককে মোট ১ লক্ষ ৪০ হাজার জরিমানা করা হয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হবিগঞ্জ জেলার সদরে ও বাহুবল উপজেলায় এ অভিযান পরিচালনা করে।
প্রতিষ্ঠানগুলো হলো, এন.আর.বি ব্রিকস-কে ৫০ হাজার টাকা, মেসার্স নিউ মেট্রোব্রিকস-কে ৫০ হাজার ও নিউ সুজাত ব্রিকস-কে ৪০ হাজার জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক দেবানাদ সিন্হা।