নতুন লুকে ভিন্ন এক শাকিব
বিনোদন ডেস্ক
নতুন বছরের প্রথম সিনেমার শুটিংয়ে অংশ নিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে এখন পাবনা রয়েছেন তিনি। শনিবার থেকে ক্যামেরার সামনে দাঁড়ান নায়ক, সঙ্গে রয়েছেন আরেক অভিনেতা শাহেদ শরীফ। গতকাল থেকে শুরু হওয়া এই শুট চলবে টানা কয়েকদিন।
এরইমধ্যে রোববার নিজের ফেসবুকে নতুন লুকের একটি ছবি প্রকাশ করেন কিং খান। সেখানে দেখা যাচ্ছে, ভিন্ন এক শাকিব খানকে। ব্যান্ডেনা ও ঘড়ি পরিহিত হাতে সিগারেট। লেন্স পরিহিত চোখ যেন কিছু বলতে চাইছে। প্রকাশ্যে আসতেই অন্তর্জালে ভাইরাল এই নায়কের নতুন লুকের এই ছবি। প্রশংসায় ভাসছে তার লুক।
তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রাযোজনায় ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার দর্শনা বণিক, যিনি আগামী মঙ্গলবার বাংলাদেশে আসবেন।
আসছে ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে আগেই জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান।
‘অন্তরাত্মা’ ছাড়াও সম্প্রতি ‘লিডার’ শিরোনামে আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এতে তার সহশিল্পী হিসেবে আছেন শবনম বুবলী।