ওসাসুনাকে হারালো বার্সা
স্পোর্টস ডেস্ক
লা লিগার ম্যাচে রোববার ২-০ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের দল। প্রতিপক্ষের মাঠে লিগে এ নিয়ে টানা অষ্টম জয় পেল তারা। এ জয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান কমাল কাতালানরা।
যদিও প্রথমদিকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে মেসিদের। কোন সুযোগই কাজে লাগাতে পারছিলেন না কোম্যানের শিষ্যরা। অবশেষে ম্যাচের ৩০ মিনিটে গিয়ে মেসি নৈপুণ্যে গোলের দেখা পায় বার্সা। অতিথিদের হয়ে ওসাসুনার জাল কাঁপান জর্ডি আলবা। আর এতে তাকে সহায়তা করেন দলের প্রাণভোমরা মেসি।
বিরতির পরও বেশ বেগ পেতে হয়েছে বার্সাকে। অবশেষে ৮৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। কৌরৌমার গোলে ব্যবধান ২-০ করে কাতালানরা। এবারও গোলের কারিগর সেই মেসিই।
ম্যাচে এরপর আর কোন গোল না হওয়ায় সহজ জয় পায় কোম্যানের দল। এ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে বার্সা।