সিলেটের রেস্টুরেন্টে ঢুকে গেলো নোহা গাড়ী
স্টাফ রিপোর্টার
সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে ঢাকাগামী একটি মাইক্রোবাস মালবাহি ট্রলিকে ধাক্কা দিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে ট্রলি চালক গুরুত্বর আহত হন। এছাড়াও মাইক্রোবাসের ৫ জন যাত্রীও আহত হয়েছেন।
রোববার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, বিকেলে মাইক্রোবাস নোহা গাড়ী (ঢাকা মেট্রো চ-৫১৬৯০৩) বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিলো। নাজিরবাজারে প্রবেশের সময় গাড়ীটির সামনের চাকা ফেটে যায় এবং রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রলিকে ধাক্কা দিয়ে পাঁচ ভাই নামক রেস্টুরেন্টে ঢুকে যায় নোহা গাড়ীটি। এ সময় ট্রলিচালক সুজন আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া নোহার চালকসহ গাড়ীতে থাকা ৫ যাত্রী আহত হন।