জৈন্তাপুরে ১১২২ কেজি ভারতীয় চা পাতাসহ গ্রেফতার ১
সময় সিলেট ডট কম
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চা পাতাসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা। জব্দ করা হয়েছে ১ হাজার ১২২ কেজি ভারতীয় চা পাতা। যার বাজার মূল্য ৩ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।
রোববার ওই মামলায় চোরাকারবারিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তারা নাম ফখরুল ইসলাম (২৪)। সে জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল দলইপাড়া গ্রামের মাহমুদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, শনিবার রাতে গোপন তথ্যে গোয়েন্দা পুলিশের একটি দল জৈন্তাপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৯ বস্তা ভারতীয় চা পাতাসহ চোরাকারবারি ফখরুলকে আটক করে।