সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: ১৪ পদে ৫১ প্রার্থী
সময় সিলেট ডট কম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচন (২০২১-২২) শুরু হচ্ছে বুধবার। এটি আইনজীবীদের অন্যতম সংগঠন। বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মাঝে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ভোট গ্রহণে বিরতি থাকবে।
নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু সভাপতি পদে ও সম্পাদক পদে আবদুল আলিম মিয়া প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা হিসেবে পরিচিত) তাদের সমর্থন করছে।
অন্যদিকে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব মো. ফজলুর রহমান ও সম্পাদক পদে রুহুল কুদ্দুস (বর্তমান সম্পাদক) নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত) তাদের সমর্থন করছে।
নির্বাচন উপকমিটির সদস্য বি এম ইলিয়াস সাংবাদিকদের বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ১৪টি পদের বিপরীতে সব মিলিয়ে এবার ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২১।
সভাপতি ১টি, সহসভাপতি ২টি, সম্পাদক ১টি, কোষাধ্যক্ষ ১টি, সহসম্পাদক ২টি, সদস্য ৭টি পদসহ মোট ১৪টি পদে ১ বছর মেয়াদের জন্য এ নির্বাচন হয়ে থাকে।