লালাবাজারে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন
স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমায় এক ব্যবসায়ীকে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজামুল হক লিটন নামের এক যুবক। মঙ্গলবার দুপুর ২টার দিকে লালাবাজার আলামীন ম্যানশনের নিচ তলা থেকে তাকে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয় ব্যবসায়ী।
ঘটনার সতত্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, গাঁজাসহ লিটন আটককৃত লিটনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ব্যবসায়ী আল আমীন জানান, নিজামুল হক লিটন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকদিন ধরে লালাবাজারের বেতসুন্ধি গ্রামের মসজিদের মোতাওয়াল্লি ও শাহ আব্দুর রহীম মাজারের বর্তমান দায়িত্বপ্রাপ্ত খাদেম নিজাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রাট ৩য় আদালতে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি ও অপহরণের চেষ্টা মামলা দায়ের করেন।
মামলার খবর পেয়ে লিটন আরো বেপরোয়া হয়ে উঠে। গত সোমবার বিকেলে শাহ আব্দুর রহীম মাজারের দানবাক্সের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়ি থেকে আমার বাবার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে লিটন। একপর্যায়ে মঙ্গলবার আমার ব্যবসা প্রতিষ্ঠানে গাঁজা রেখে আমাকে ফাঁসাতে সকাল থেকে লালাবাজারে অবস্থান নেয় লিটন। কিন্তু আমি দোকানে যাওয়ার পর সে আমার দোকানে ঢুকে অনৈতিক কথাবার্তা বলতে থাকে। তার কথাবার্তা সন্দেহজনক হলে একজন ড্রাইভার তার পরিচয় জানতে চাইলে সে সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষেপে ওঠে। এ সময় লিটনকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ এসে হাজির ঘটনাস্থলে। পরে পুলিশ লিটনের ব্যাগ তল্লাশি করে বেশ কিছু গাঁজা পায়।