দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা সুয়েব মিয়া (২০) দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের চেরাগী গ্রামের ফারুক মিয়ার ছেলে।
এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেতলী দারোগা বাড়ী এলাকা থেকে তাকে আটক করলেও তার দুই সহযোগী পালিয়ে যায়।
এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এ তথ্যটি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।