লাক্কাতুরায় বাংলা মদসহ ৬ জন আটক
স্টাফ রিপোর্টার
শহরতলীর লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে বাংলা মদসহ ৬ জন পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে মামলায় দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদক বিক্রেতারা হলো, জালালাবাদ থানাধীন মুইয়ার চরের মৃত তাজমুল আলীর ছেলে হেলাল আহম্মেদ (৩০), একই থানাধীন বোলাউড়া গ্রামের মৃত সমুজ আলীর ছেলে সানোয়ার আলী (৩১), ছাতক উপজেলার বাগবাড়ীর মৃত সিদ্দিক আলীর ছেলে রাজু আহম্মেদ (৪২), একই এলাকার মৃত শুনু মিয়া চৌধুরীর ছেলে জাহিদুর রহমান চৌধুরী (৪০), সুনামগঞ্জ সদরের ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মোঃ শামছুল আলম (৪১) ও দক্ষিণ সুরমার বরইকান্দি ১নং রোডের মৃত এমএ মোনাফের ছেলে কে এইচ জুয়েল (৪৫)।
এর আগে সোমবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো.সামিউল আলমের নেতৃত্বে লাক্কাতুরা চা-বাগানের সাওতালপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব। এ সময় ৬ লিটার দেশীয় চোলাই বাংলা মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামতসহ মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।