সাতছড়িতে উদ্ধারকৃত রকেট লাঞ্চার ধ্বংস করেছে সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বন থেকে উদ্ধারকৃত কামান বিধ্বংসী ১৮টি রকেট লাঞ্চারের গোলা ধ্বংস করেছে সেনাবাহিনীর বিশেষ একটি দল।
সোমবার সকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন কাজী আরিফ ইশতিয়াক গালিবের নেতৃত্বে ১১ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিট এই কাজ শুরু করে। দুপুরে প্রস্তুুতি শেষে হলে শুরু হয় উদ্ধার হওয়া গোলাগুলো ধংসের কাজ। এরপর বিকেলে সবগুলো কামান বিধ্বংসী রকেট লাঞ্চার ধংস করতে সক্ষম হয় বোম্ব ডিসপোজাল ইউনিট।
পরে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সামীউন্নবী চৌধুরী ও সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমের প্রধান ক্যাপ্টেন কাজী আরিফ ইশতিয়াক গালিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
উল্লেখ্য গত ৩ মার্চ সকাল বিজিবি’র অভিযানে সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বন থেকে ১৮টি কামান বিধ্বংসী রকেট লাঞ্চারে গোলা উদ্ধার করা হয়।