দানবীর সেলিম জে আহমেদ’র মা অসুস্থ : দোয়া কামনা
সময় সিলেট ডট কম
মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন- এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান ও সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ।
আজ গণমাধ্যমে প্রেরিত এক বার্তা’র মাধ্যমে তিনি তার মাতা মোছাম্মাৎ রাণী বেগম এর শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ূ কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-অনাত্মীয়, বন্ধু-বান্ধব, পরিচিতজন এবং শুভাকাঙ্ক্ষী সকলের কাছে তাদের পরিবারের পক্ষথেকে বিশেষ দোয়া চেয়েছেন।
জানা গেছে, দানবীর সেলিম জে আহমেদের মাতা মোছাম্মাৎ রাণী বেগম প্রায় (৭০) বেশ কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছেন।
ইদানিং তার শারীরিক অসুস্থতা বেড়ে গেলে তৎক্ষণাৎ তাকে নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ আট দিন চিকিৎসার পর ডাক্তারের পরামর্শে তাকে (সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর) গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তার শারীরিক অবনতি দেখা দিলে গতকাল তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।