মাহমুদ উস সামাদ এমপির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
সময় সিলেট ডট কম
মেয়র : সিলেট-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সুলতান মনসুর : কুলাউড়া প্রতিনিধি জানান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করে বলেন নিবেদিতপ্রাণ এ নেতা তার কর্ম ও অবদানে সিলেটবাসীর কাছে চিরস্বরনীয় হয়ে থাকবেন।
শাবি ভিসি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
ভাইস চ্যান্সেলর মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বৃহস্পতিবার দুপুর ৩টায় অনুষ্ঠিত ২২০তম সিন্ডিকেট সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।
মহানগর আওয়ামীলীগ: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খন্দকার মুক্তাদির: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার এক শোক বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী একজন শ্রদ্ধাভাজন ছিলেন।
সেলিম উদ্দিন : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য সেলিম উদ্দিন। এক শোক বার্তায় সাবেক হুইপ সেলিম উদ্দিন বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী অত্যন্ত অভিজ্ঞ সংসদ সদস্য ছিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এডভোকেট রকিব : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর ইন্তেকালে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল রকিব এডভোকেট এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করছেন। শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামান করে মরহুমের শোকাহত পরিবারবর্গেও প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মিসবাহ সিরাজ : সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের টানা তিনবারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। মিসবাহ উদ্দিন সিরাজ সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারবর্গ ও দলের নেতা-কর্মীর প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট প্রেসক্লাব : সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমৃত্যু জনসেবা করে গেছেন। সর্বোপরি তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ। নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
সিবিসাসের : সিলেট-৩ আসনে সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় কর্মরত সিলেটি সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস) নেতৃবৃন্দ।
সিবিসারের সভাপতি আজিজুল পারভেজ ও সাধারণ সম্পাদক ঝর্ণা মনি এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রেড ক্রিসেন্ট: মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান ও সেক্রেটারি মো.আব্দুর রহমান জামিল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আইনজীবী সমিতি: মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি’র মৃত্যুতে সিলেট জেলা আইনজীবী সমিতি শোক প্রকাশ করেছে। এক যুক্ত শোকবার্তায় সমিতির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট চেম্বার : মাহমুদ উস সামাদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে সিলেট চেম্বার পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা ও সহ সভাপতি তাহমিন আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী, এমপি তার রাজনৈতিক আদর্শ ও কর্মের মাধ্যমে সিলেটের জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ্ তায়ালা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।
ইমজা: সিলেট-৩ আসন থেকে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট। এক বিবৃতিতে ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক আনিস রহমান মরহুমের রুহের মাফগেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ : সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে আমরা সব সময় পাশে পেয়েছি। আমাদের সুখে, দুঃখে তিনি সব সময় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা একজন অভিভাবক-কে হারিয়েছি। তাঁর মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
দক্ষিণ সুরমা সরকারী কলেজ: দক্ষিণ সুরমা সরকারী কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা সরকারী কলেজের অধ্যক্ষ মো. শামছুল ইসলাম এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
বিবৃতিদাতারা হলেন, অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, অধ্যাপক শাহানা বেগম, মো. মতিউর রহমান, মো. সাব্বির আহমদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হক, রাহেনা হক, রওনক জাহান বেগম, ছালমা ইয়াছমিন, মতিলাল দাশ, মো. মুহিবুর রহমান, মো. আতাউর রহমান, মো. শফিকুল ইসলাম, কানিজ ফাতেমা, নাফিস সাকিনা, কাজরী রানী ধর, সুপ্তা রানী চৌধুরী, মো. ময়নুল হক, প্রভাষক মো. আমিনুর রহমান, শাহেদ আহমদ, আলতাফ হোসেন, ফাতেমা খানম, মাহবুবা বেগম, বিশ্বজিৎ দাম, সোনিয়া অর্জুন, দীপক চন্দ, নুরজাহান খাতুন, মাহমুদা আক্তার, আব্দুন নুর শামীম, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুসরাত ফাতেমা, নুরুজ্জামান কোরেশী, সৈয়দা মোমেনা বেগম লিমু, মোস্তাফিজুর রহমান, সুমন রায়, মো. মুহিবুর রহমান, সামিয়া তাহসীন আলম, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, মাসুক আহমদ, ইলিজা খানম, নাজ বাহার লাকী, প্রভাতী ইসলাম ও লাইব্রেরিয়ান বিপ্লব কুমার দাশ, জয়নুল ইসলাম।
জেলা কৃষক লীগ: মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা কৃষক লীগ।
বৃহস্পতিবার এক শোকবার্তায় সিলেট জেলা কৃষক লীগের নেতৃবৃন্দের পক্ষে সভাপতি শাহ নিজাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামসুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট লেখক ফোরাম : সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন কয়েছ, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক প্রমূখ।
জালালাবাদ ইউকে: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, সহ-সভাপতি এম এ মুনিম, প্রেস ত্রন্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল সহজালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।
মা ফাউন্ডেশন : মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মা ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট। এক শোকবার্তায় মা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মামুন হাসান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী মৎস্যজীবী লীগ : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ জেলা সম্মেলন প্রস্তুুতি কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন সিলেট জেলা সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক এম.এন নবী। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন