সিলেটে পুত্রের বিরুদ্ধে পিতার ছিনতাই ও চাঁদাবাজির মামলা
স্টাফ রিপোর্টার
ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এনে ছেলে বিরুদ্ধে মামলা করলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফিজা এন্ড কোং মালিক নজরুল ইসলাম বাবুল। মামলায় ছেলে আজহারুল ইসলাম মুমিনকে প্রধান আসামী করা হয়ে। এছাড়া মো. সামি নামের আরো ১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ।
জানা যায়, মামলার বাদী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল এজহারে উল্লেখ করেন, তার ২য় পুত্র আজহারুল ইসলাম মুমিন মাদক সেবনকারী একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। এ কারণে ব্যবসায়ী পিতা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এরপর বিভিন্ন সময় একাধিক মোবাইল নম্বর থেকে পিতার ব্যক্তিগত মুঠোফোনে কল করে চাঁদা দাবী করে মুমিন বলে, ব্যবসা পরিচালনা করতে হলে প্রতিমাসে তাকে ৫ লাখ টাকা দিতে হবে।
এতে ব্যবসায়ী বাবা অস্বীকৃতি জানালে গত রোববার রাত সাড়ে ৯টায় ২নং আসামী সামিসহ ১০/১২ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ফিজা এন্ড কোং এর ১নং শোরুমে হামলা ও ভাঙচুর করে ম্যানেজারকে ভয়ভীতি দেখিয়ে ক্যাশ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ওই দিন রাত ১১টার দিকে নগরীর তালতলাস্থ সিলভেলি টাওয়ারে নজরুল ইসলাম বাবুলের বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় মুমিন তার কোমর থেকে পিস্তল বের করে ফাঁকা গুলি চালায় বলেও এজহারে উল্লেখ করেন বাবুল।