প্রিয় নেতার মৃত্যুতে একরামুল হক-এর শোক প্রকাশ
সময় সিলেট ডট কম
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামালবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. একরামুল হক।
আজ গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন- সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন মহান নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সফল জনপ্রতিনিধি। সিলেট-৩ নির্বাচনী এলাকা তথা বৃহত্তর সিলেটের মাটি ও মানুষের খুবই আপনজন। তিনি সব সময় এই অঞ্চলের মানুষের অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতির কথা ভাবতেন। তাঁর মৃত্যুতে সিলেট তথা দেশবাসী একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালো, যা কোনদিন পূরণ হবার নয়।
আগামী ইউপি নির্বাচনে ১০নং কামাল বাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তারুণ্যের প্রতিনিধি, যুবলীগ নেতা মো. একরামুল হক স্বাক্ষরিত এই শোকবার্তায় তার প্রিয়নেতা সদ্য মরহুম আইন প্রণেতা মাহমুদ উস সামাদ চৌধুরী’র রূহের মাগফিরাত কামনা করেন। একই সাথে শোকাতুর পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।