মীর মহল্লায় ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
শহরতলীর মীর মহল্লায় ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মাদক আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মো. জিল্লুল হক জিল্লু নগরীর ভাতালিয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল খাদিম মীর মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জিল্লু জানায় সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট বিশেষ কৌশলে সিলেট শহরে নিয়ে আসে। এরপর বিভিন্ন স্থানের মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ২০১৪ সালের আরো একটি মাদক মামলা রয়েছে।