মাদক কারবারি সুইপার বাঘা লাল কারাগারে
স্টাফ রিপোর্টার
সিলেটের আলোচিত মাদক কারবারি বাঘা লালকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করে র্যাব। শনিবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত বাঘা লাল কাষ্টঘর এলাকার মৃত মদন লালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন। তিনি বলেন, এর আগেও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বাঘা একাধিকবার গ্রেফতার হয়।
র্যাব জানায়, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টঘর এলাকা থেকে মাদক ব্যবসায়ী বাঘা লালকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ২৮ হাজার ১৬০ টাকা জব্দ করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।