১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ ও সুনামগঞ্জে র্যাবের মাদক বিরোধী অভিযানে শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজতে থাকা ১৬ কেজি ২০০ গ্রাম গাজাঁ জব্দ করে র্যাব। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে মাদক মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে চুনারুঘাটের সুন্দরপুর বাজারে অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি মো. অহিদ মিয়া ওরফে সাদ্দাম (২৭) কে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা ১৪ কেজি ২০০ গ্রাম গাজাঁ জব্দ করে র্যাব।
সাদ্দাম সুন্দরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।
একই দিন রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল¬াহ’র যৌথ নেতৃত্বে জেলার সদরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারী মনির হোসেন (২৮) কে আটক করে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
মনির ইসলামপুর উত্তরপাড়ার মৃত আলী আকবরের ছেলে। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।