শিশু ধর্ষণ চেষ্টা পলাতক কথিত সাংবাদিক
স্টাফ রিপোর্টার
সিলেটে খায়রুল আলম সুমন নামের কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে ৩ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটে শহরতলীর খাদিম সৈয়দপুর এলাকায়। শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে, মামলার পর অভিযুক্ত কথিত সাংবাদিক সুমন পলাতক রয়েছে। সে ওসমানীনগর গ্রামের মানিক মিয়ার ছেলে।
মামলার এজহার সুত্রে জানা যায়, গত ৯ মার্চ দুপুরে শিশুটি খায়রুল আলম সুমনের বাসায় যায়। এ সময় এ সময় সুমন শিশুটিকে মজা দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে একাধিকবার যৌনপীড়ন করে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি কান্নাকাটি করলে সুমন এ বিষয়টি কাউকে না বলার জন্য শাসায়। পরবর্তীতে শিশুটির মা শিশুটিকে গোসল করতে নিয়ে গেলে বিষয়টি ধরা পড়ে। এরপর শিশুটি তার মাকে ঘটনাটি বলে। পরে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এ ভর্তি করেন।
শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে খায়রুল আলম সুমনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির পিতা। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।