সিলেট জেলা জমিয়তের কাউন্সিল ২৫ মার্চ বৃহস্পতিবার
সময় সিলেট ডট কম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার কাউন্সিল আগামি ২৫ শে মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ২টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়েখ জিয়া উদ্দীন, কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ক্বাসিমী, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী এডভোকেট প্রমুখ।
এতে সিলেট জেলা, উপজেলা ও পৌর শাখার জমিয়তের দায়িত্বশীলদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়ামিরী ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান।