সিলেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন
সময় সিলেট ডট কম
সিলেটে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসির পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এ গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে নেতৃত্বের জন্যই তিনি বহুকাল অমর হয়ে থাকবেন। বক্তারা বলেন, বাংলার মানুষের মুক্তিই ছিল তার জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। এ লক্ষ্য বাস্তবায়নে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে।
এদিকে, দিবসটি উপলক্ষে সিলেট জেলা পরিষদের আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যপী ‘বঙ্গবন্ধু উৎসব’। এছাড়া আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মুজিববর্ষকে কেন্দ্র করে সাজ সাজ রবে সেজেছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। বঙ্গবন্ধুর জন্ম উৎসবকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা।
সিসিক : নানা আয়োজনে সিলেট সিটি কর্পোরেশনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস। দিবস উদযাপন উপলক্ষে নগর ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপনে সবাইকে নিয়ে কেক কাটেন সিসিক মেয়র। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে নগর ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর আব্দুল মুমিন, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর এ কে এ লায়েক, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা এডভোকেট, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকি ও সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী শামসুল হক সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারিরা।
এছাড়া দিবস উললক্ষে নগর ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় ৭ টায় আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে আতসবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নগর ভবন সহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে ২১ দিন ব্যাপি আলোকসজ্জা করেছে সিসিক।
জেলা আওয়ামীলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ,এডভোকেট মো: নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা সা’দ উদ্দিন আহমদ, এডভোকেট শাহ মো: মোসাহিদ আলী,নাজনিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান,এডভোকেট রনজিত সরকার, উপদেষ্টা খোকন কুমার দত্ত, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ,তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মবশ্বির আলী , প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হিরা,মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী,শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ শাকির আহমেদ (শাহীন),উপদপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ শমসের জামাল, কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন চেয়ারম্যান,আখলাকুর রহমান চৌধুরী সেলিম,সৈয়দ মিসবাহ উদ্দিন, আব্দাল মিয়া,এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর,শহিদুর রহমান শাহিন,এডভোকেট নূরে আলম সিরাজী,এম কে শফি চৌধুরী এলিম,আমাতোজ জোহরা রওশন জেবিন,মো: জাকির হোসেন,এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশিদ, জাহাঙ্গীর আলম,শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ,সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা,সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ,সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ,সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
মহানগর আওয়ামী লীগ: বুধবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মফুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোঃ সানাওর, হেলাল বক্স, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান , যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী। মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ যথাক্রমে আজম খান (কাউন্সিলর), এডভোকেট কিশোর কুমার কর, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, আজম খান (মজুমদারী), মোঃ শাজাহান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, তাহমিন আহমেদ, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাফর আহমদ চৌধুরী, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিঃ আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, মাহফুজ চৌধুরী জয়, ইলিয়াছ আহমেদ জুয়েল। উপস্থিত ছিলেন সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট আব্দুল মালিক, আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার ও কানাই দত্ত। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই (১১নং), মাহবুবুর রহমান মবু (১২নং) ও সাধারণ সম্পাদকবৃন্দ এডভোকেট মোস্তফা দেলোয়ার আজহার (৯নং), মানিক মিয়া (১২নং),এডভোকেট বিজয় কুমার কর (১৪নং), ফজলে রাব্বি মাসুম (২২নং), শেখ সোহেল আহমদ কবির (২৩নং), জাবেদ আহমদ (২৪নং), সেলিম আহমদ সেলিম (২৫নং),সিরাজুল ইসলাম শিরুল(২৬নং),মোঃ ছয়েফ খান (২৭নং) ও আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সালেহ আহমেদ।
এসএমপি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ জেলা প্রশাসক কার্যালয় ও সিলেট পুলিশ লাইন্স এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্চয় সরকার, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ সহ এসএমপি’র উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।
বেলা ১০ টায় কবি নজরুল অডিটরিয়াম রিকাবীবাজার সিলেট এ জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট লুৎফুর রহমান, জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম (অতিঃ পুলিশ সুপার), মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট নাসির উদ্দীন খান।
দুপুর সাড়ে ১২ টায় ৩০ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেটে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সভাপতি সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মোঃ নিশারুল আরিফ।
শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ১০ টা ২৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১০ টা ৪০ মিনিটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর ফেস্টুনসহ বেলুন উড়ানো হয়।
এছাড়া সারা দিনের কার্যক্রম হিসেবে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত জীবন ও সংগ্রামের সোনালী ফসল আমাদের এই বাংলাদেশ। তিনি আমাদের প্রেরণার বাতিঘর। তাঁরই আদর্শ লালন করে মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার মতো মহান দায়িত্ব পালন করছেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেশ নিদের্শনা পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিকৃবি: ব্যাপক আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর প্রশাসন ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ আবদুল বাসেতের পরিচালনায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এসময় আরো শ্রদ্ধা জানান ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, সিকৃবি ছাত্রলীগ, কর্মচারী পরিষদসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। পরবর্তীতে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এই বছরটিতে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি আবার এই মাসেই আমরা পালন করবো স্বাধীনতার ৫০ বছর।
এদিকে, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের উদ্যোগে বেলা ১২টায় পথশিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের প¦ার্শবর্তী বালুচর এলাকার কঁচিকাঁচাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. চন্দ্রকান্ত দাশের সঞ্চলনায় ও সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামানের সভাপতিত্বে সেখানে শতাধিক পথশিশুদের নিয়ে কেক কাটেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
এসআইইউ: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নেতৃত্বে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যলয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্বার্ঘ্য অর্পন করা হয়। এরপর সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার প্রধান অতিথি হিসাবে তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষনীয় অনেক অজানা বিষয় তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ মো: মোস্তফা কামাল, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আওয়াল আনসারী, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মেহেদী হাসান তুহিন, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
লিডিং ইউনিভার্সিটি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এদিকে, লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাব বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগিতায় ভার্চ্যুয়াল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৪ থেকে ১৪ বছর বয়সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী ১ এ অনুষ্ঠিত হয়েছে। এতে ক বিভাগ: বিষয় ইচ্ছেঘুড়ি, বয়স ৪ থেকে ৬ প্রথম স্থান অর্জন করে স্কলার্সহোমের শিক্ষার্থী আর্মিয়া ফারজিন রহমান, দ্বিতীয় জায়ান আরাব ও তৃতীয় আন্দনিকেতনের শিক্ষার্থী আলকতনু দাশ কর্ণ। খ বিভাগ: বিষয় স্বাধীনতা, বয়স ৭ থেকে ৯ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে স্কলার্সহোমের শিক্ষার্থী অর্জুন পাল, আদিত্য পাল এবং অনিরুদ্ধ পাল। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে গ বিভাগের ১০ থেকে ১৪ বয়সের শিক্ষার্থীদের মধ্েয প্রথম স্থান লাভ করে শাহজালাল জামিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসনিমা রহমান, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বস্তিকা পাল দ্বিতীয় হয় এবং তৃতীয় স্থান অর্জন করে চারুপাঠ চারুবিদ্যালয়ের ৫ম বর্ষের শিক্ষার্থী আফিফ মাসরুর হোসাইন।
ওসমানী হাসপাতাল : ব্যতিক্রমী আয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস। হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর জন্মদিনে কাটা হয় চারশ’ পাউন্ডের বিশাল কেক। পরে এই কেক তুলে দেয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মুখে।
কেক কাটা ছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কাজলশাহ এলাকা ঘুরে পুনরায় হাসপাতালে এসে শেষ হয় শোভাযাত্রাটি। এছাড়া হাসপাতালের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, রক্তদান ও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির চক্রবর্তী, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, সার্জারি বিভাগের প্রধান ডা. ডি এ হাসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুব উল আলম, মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, সহ সভাপতি ডা. জহিরুল হক রোমান, ডা. সুব্রত রায়, ডা. গৌতম রায়, সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা. জলিল কায়সার খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. দেবরাজ রুবেল, সত্যব্রত অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ফজলে রাব্বি, ডা. ফজলে আকবর খান, ডা. মনতোষ রঞ্জন চন্দ, অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ হাসান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুমন রায়, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণি কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন ও চতুর্থ শ্রেণি কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল জব্বার প্রমুখ।
এছাড়া হাসপাতালে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, মিড লেভেল চিকিৎসক পরিষদ, ইন্টার্ন চিকিৎসক পরিষদ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও), তৃতীয় শ্রেণি কল্যাণ পরিষদ ও চতুর্থ শ্রেণি কল্যাণ পরিষদ।
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে ছিল প্রত্যুষে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলণ, কলেজ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং কলেজ ও হাসপাতাল ভবন আলোকসজ্জ্বা করণ।
দিনের শুরুতেই জাতীয় ও কলেজ পতাকা উত্তোলণ করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু এর উপস্থাপনায় বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে বঙ্গবন্ধুর অসামান্য অবদান সমুহ তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ।
এরপর সকাল ১১টায় কলেজের নিজস্ব খেলার মাঠে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধন করেন অধ্যাপক মোঃ আবেদ হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনার বিষয় ছিল “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। এছাড়াও হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং কলেজ ও হাসপাতাল ভবন বর্ণিল আলোকসজ্জ¦ায় সজ্জ্বিত করা হয়।
উইমেন্স মেডিকেল কলেজ : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়। এরপর কেক কাটা, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়া, দোয়া ও মিলাদ মাহফিল এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই সব কর্মসুূচিতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ইসমাঈল পাটওয়ারী, প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, ডাঃ আল মোহাইমিন সোহেল, নিউরোসার্জারী বিভাগীয় প্রধান ডাঃ খন্দকার আবু তালহা, হাসপাতালের উপ পরিচালক ডাঃ হিমাংশু শেখর দাস, সহকারী পরিচালক ডাঃ তাহফীম আহমদ রিফাত, সিলেট উইমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ, ডঃ নীলিমা মজিদ। কর্মসুচিতে কলেজ ও হাসপাতালের সর্বস্থরের কর্মকর্তা এবং কর্মচারিরা উপস্থিত ছিলেন।