বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ির আদলে সিলেটে বাড়ি!
স্টাফ রিপোর্টার
সিলেটে দেখা মিলল স্বাধীনতার মহানয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৈতৃক নিবাসের। বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ির আদলে তৈরি করা হয়েছে একটি মঞ্চ। একদম পরিপাটি সাজে সাজানো আর নান্দনিক নির্মাণশৈলিতে। দেখে যে কারো মনে হবে বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ি। নগরীর রিকাবিবাজারস্থ জেলা স্টেডিয়ামে প্রবেশ করলেই এমন বাড়ির দেখা মিলবে।
সিলেট জেলা পরিষদ আয়োজিত ৩ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’ উপলক্ষে এ মঞ্চ তৈরি করা হয়। মঞ্চের আশপাশ ঘিরে সাজানো হয়েছে জাতির জনকের পুরো বাড়ির চিত্র। আর এর ভেতরেই চলছে চিত্র প্রদর্শনী।
বুধবার বিকেল ৪টায় জেলা স্থাপিত এ মঞ্চে ‘আজি শুভদিনে পিতার ভবনে/অমৃতসদনে চল যাই’ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য এ উৎসবের উদ্বোধন হয়।
অনুষ্ঠানমালায় সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আজ বৃহস্পতিবার (দ্বিতীয় দিন) উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত চিত্রসাংবাদিক পাভেল রহমান।
উৎসবের শেষদিন ১৯ মার্চ উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি, বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, অধ্যাপক রূপা চক্রবর্তী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম শামীম রেজা প্রমুখ।