যুক্তরাজ্যে সেলিম জে আহমেদ’র ব্যতিক্রমী আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপন
সময় সিলেট ডট কম
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘটা করে উদযাপন করা হয়েছে দেশে-বিদেশে। এরই অংশ হিসেবে গত বুধবার (১৭ই মার্চ) যুক্তরাজ্যের ডরসেটে স্থানীয় শিশু-কিশোরদের নিয়ে এবং বৃটিশ নাগরিকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস এম এস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক দানবীর সেলিম জে আহমেদ’র উদ্যোগে এবং সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র ব্যবস্থাপনায় যুক্তরাজ্যের ডরসেটের সোয়ানীজ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই ব্যতিক্রমী আয়োজন-অনুষ্ঠানে স্বল্প পরিসরে হলেও বাংলার চিরায়ত সবুজ শ্যামল বনজ ভূমি আর নদীমাতৃক বাংলাদেশের নদী-নৌকার মধুর মিলনের থৈ থৈ কোলাহল ও কলতান অবলোকন করেন সোয়ানীজ স্কুলে শিক্ষার্থী, শিক্ষক ও বৃটিশ নাগরিকরা।
এতে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র সিনিয়র সহ-সভাপতি ও সেলিম জে আহমেদ’র সহধর্মিণী মোছা. কলসুমা আহমেদ, তাদের বড় ছেলে সোয়ানীজ প্রাইমারি স্কুলের ছাত্র সালেহ আহমদ সাকিব, ট্রাস্ট’র ইউকে শাখার সাধারণ সম্পাদক আকবর খান ও নির্বাহী সদস্য শাহ আলম ছাড়াও ডরসেটের সোয়ানীজ পাইমারি স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ বাঙ্গালী সাজে মুজিব শতবর্ষ উদযাপনে অংশ নেন।
বৃটেনের জনপ্রিয় রেষ্টুরেন্ট ব্যবসায়ী দানবীর সেলিম জে আহমেদ বাঙ্গালি বিভিন্ন প্রকারের সুস্বাদযুক্ত খাবার নিজহাতে রান্না করে স্কুলের ৪০ জন শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে পরিবেশন করে মধ্যাহ্ন ভোজ করান। এ সময় বাঙ্গালি সংস্কৃতির প্রতিচ্ছবি ও ইতিহাস-ঐতিহ্যের স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য: দানবীর সেলিম জে আহমেদ গেলো বছর এক সংক্ষিপ্ত সফরে নিজের পরিবার ও দু’জন বৃটিশ নাগরিক গবেষক ফ্রান্সিস ক্যটরিন ও রাবর্ট চালস-কে সঙ্গে করে বাংলাদেশে সফরে আসেন। সফরকারী বৃটেনের দুই নাগরিকদের পর্যাপ্ত সময় দিয়ে দেশের বিভিন্ন স্থাপনা ও দর্শনীয় স্থান পরিদর্শন করান। পরিদর্শনকালে সফরকারী দুই বৃটিশ গবেষক বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি যেমন- রিক্সা, মোটরযান, চা, পর্যটন ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি এবং বৃত্তান্ত সংগ্রহ করে নিয়ে যান। গতকাল মুজিব শতবার্ষিকী অনুষ্ঠানে বৃটেনের কোমলমতি শিশুদের সাথে এই ছবি ও বৃত্তান্তগুলো শেয়ার করে তাদেরকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেন।
এ সময় বাঙ্গালী শাড়ি পরেন বৃটিশ নাগরিক স্কুল শিক্ষক এমি ও ছেলোয়ার কামিজ পরেন ফ্রান্সেস কোয়ারেল।
এমন ব্যতিক্রমী আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপনের ব্যপারে জানতে চাইলে দানবীর সেলিম জে আহমেদ বলেন- আমি আমার দেশের সংস্কৃতি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে লালন করি। আমি দেশে থাকতে ছাত্রলীগের রাজনীতি করেছি এদেশে এসেও আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি।
তিনি বলেন- আজ জাতীয় ভাবে দেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে তাই আমি দেশে না থাকলেও বঙ্গবন্ধু ও দলের প্রতি ভালবাসার টানে এখানে বসে জাতির জনকের জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছি।
সেলিম জে আহমেদ বলেন- আমি মনে-প্রানে আমার দেশের সংস্কৃতিকে ভালবাসি। এজন্য সকল প্রকার শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে হলেও আমার দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বৃটেনবাসীর নিকট তুলে ধরতে চাই। এতে আমি আনন্দিত ও গর্ববোধ করি।
তিনি আরও বলেন- মুজিব শতবর্ষের এই দিনটিকে আমি খুব উপভোগ করেছি এবং কোমলমতি বৃটেনের শিশুদের নিয়ে নিজ হাতে রান্না করে খাবার পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠানমালার আয়োজন করে ব্যস্থ সময় কাঠিয়েছি। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।
‘এর আগে বৃটেনে এমন কোন অনুষ্ঠান কেউ করেছেন বলে আমার জানা নেই’ উল্লেখ করে তিনি বলেন- এখানে আরও যারা বাঙ্গালী আছেন, তারাও যেন এধরনের কাজে এগিয়ে আসবেন বলে আমি প্রত্যাশা রাখছি।