সিলেট জেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন : সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী সম্পাদক আব্দুল মালিক কাসেমী
সময় সিলেট ডট কম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফি।
কাউন্সিলে মাওলানা মুশাহিদ আহমদ দয়ামিরীকে সভাপতি এবং মাওলানা আব্দুল মালিক কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন জমিয়তের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।