স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেলিম জে আহমেদ’র শুভেচ্ছা জ্ঞাপন
সময় সিলেট ডট কম
বাংলাদেশের ৫০ বছর পূর্ণ হলো। মহান স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তী তথা ৫০ বছর পূর্তিতে দেশে-বিদেশে অবস্থানরত সকল বাঙালি ও বাংলা ভাষাবাসী সকলকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর সেলিম জে আহমেদ।
তিনি গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবার্তা’র মাধ্যমে এই শুভেচ্ছা জ্ঞাপন করে বলেছেন- ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে এদেশের সকল শ্রেণির মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে এনেছে, বাঙালি জাতিকে শৃঙ্খলমুক্ত জীবন ও দেশ মাতৃকা উপহার দিয়েছেন রক্তের বন্যায় অন্যায়কে নিপাত করে।
তিনি বলেন- জাতি আজ স্বাধীনতার সুখে উদ্ভাসিত। পুরো বাঙালি আজ স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তির আনন্দ উদযাপন করছে। এই আনন্দ পাইয়ে দিতে যাদের আত্মত্যাগ ও অবদান ছিল তাদের গভীর ভাবে স্মরণ ও যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি আরও বলেন- জাতির এই বীর সন্তানদের অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই।
সেলিম জে আহমেদ বলেন- বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সাথে মহামারি করোনার পাদুর্ভাবের এই কঠিন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আনন্দ উদযাপন করার আহ্বানও জানিয়েছেন তিনি।