হিলফুল ফুজুল একাডেমি সৈয়দপুরের উদ্বোধন আজ
সময় সিলেট ডট কম
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের সারা জাগানো সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘ সৈয়দপুর এর ব্যবস্থাপনায় “হিলফুল ফুজুল একাডেমি” নামে একটি দ্বীনি প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় একাডেমি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্বনামধন্য হাদিস বিশারদ, শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান, সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। এছাড়াও উলামায়ে কেরাম এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উক্ত শুভানুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হিলফুল ফুজুল একাডেমি সৈয়দপুর-এর পরিচালক মাওলানা সৈয়দ গুলজার আহমদ সকলকে বিশেষ ভাবে দাওয়াত করেছেন।