যুক্তরাষ্ট্রের পথে মোহাম্মদ আব্দুল্লাহ : সকলের কাছে দোয়া কামনা
সময় সিলেট ডট কম
সিলেটের বালাগন্জ উপজেলার গহরপুরের হোসেন পুর নিবাসী, তরুণ সমাজকর্মী মোহাম্মদ আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা হয়েছেন। তিনি আজ সোমবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য বিমানের একটি ফ্লাইটে করে বাংলাদেশ ত্যাগ করেছেন।
মোহাম্মদ আব্দুল্লাহ সময় স্বল্পতাজনিত কারনে অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর সাথে দেখা করে বা বলে যেতে পারেন নাই। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তার প্রবাসজীবনের সর্বাঙ্গীণ কল্যাণ ও সফলতার জন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন।