বিশ্বনাথের পনাউল্লাহ বাজারে মিনি ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
বিশ্বনাথ (সিলেট) সসংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে গ্রীন ফেয়ার স্পোর্টিং ক্লাব পনাউল্লাহ বাজারের উদ্যোগে ৪র্থ মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২১ সম্পন্ন হয়েছে।
শনিবার (৩রা এপ্রিল) স্থানীয় পনাউল্লাহ বাজার সংলগ্ন দক্ষিণের মাঠে বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের সভাপতি ও গ্রীন ফেয়ার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: বাছিত হোসেনের অর্থায়ানে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গ্রীন ফেয়ার স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা এডভোকেট মো. খালেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী লায়েছ আহমদ, যুবলীগ নেতা সিতার মিয়া, পনাউল্লাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহিন মিয়া, যুবদল নেতা বাবুল মিয়া ও কামাল মিয়া।
গ্রীন ফেয়ার স্পোর্টিং ক্লাবের সভাপতি শুকরান আহমেদ রানা’র সভাপতিত্বে ও বিশ্বনাথ ধারাভাষ্যকার এসোসিয়েশনের সভাপতি একেএম তুহেম এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- মানিক মিয়া, সুজন মিয়া, মাহবুব মিয়া, শামীম আহমদ, কালাম মিয়া, গ্রীন ফেয়ার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আব্দুল মালেক, সহ অধিনায়ক শাহজাহান মিয়া, সদস্য এমরান আহমদ, আল আমিন, শানুর মিয়া, মারুফ মিয়া, রায়হান আহমদ, জুয়েল আহমদ, মাহবুবুর রহমান, সাহাব উদ্দিন, রাফিদ হোসেন, আসাব আলী, নাজিম উদ্দিন, শিব্বির আহমদ, মাহবুব, রুবেল মিয়া, সোহাগ মিয়া, মাছুম মিয়া, হাসন মিয়া, কামাল আহমদ, সুহেল মিয়া প্রমুখ।
ফাইনাল খেলায় অলংকারী স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে কামরান একাদশ পেশকারগাও জয়লাভ করে।