স্বাস্থ্যবিধি মেনে মণিপুরী লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টারের কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত
সময় সিলেট ডট কম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে মণিপুরী লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টার এর আয়োজনে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান। গত শুক্রবার (২ এপ্রিল) মণিপুরী লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টার এর উপদেষ্টা লৈচোম্বম রাজকুমার এর সভাপতিত্বে ও মণিপুরী লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা কবি অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদাল হোসেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক, নর্থ আমেরিকান বাংলাদেশি মণিপুরী সোসাইটির ফাউন্ডার ট্রেজারার অয়েকপম বিজন, মৈতৈ চনু ২০১৯ এওয়ার্ডি লৈফ্রাকপম সূচনা চনু ও দি ভানুবিল মাঝেরগাঁ ড্রামা পার্টিকে সংবর্ধিত করা হয়।কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে তিনটি বিভাগে স্বাধীনতা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের সদস্য কে মনীন্দ্র, কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরিকুমার শর্ম্মা।বিকেলের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাওবা মেমোরিয়াল মণিপুরী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম এর ডিরেক্টর হামোম তনুবাবু, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল ইবুংহাল শ্যামল মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহ, দৈনিক প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাব্বির এলাহি, কবি সনাতন হামোম, সমরেন্দ্র সিংহ প্রমুখ। অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কৃত করা হয়।