আজ শেষ, বৃহস্পতিবার শুরু টিকার দ্বিতীয় ডোজ
সময় সিলেট ডট কম
করোনার প্রথম ডোজ শেষ হচ্ছে আজ। আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে মহামারি এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব মো. লোকমান হোসেন মিয়া।
মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সচিব বলেন, ‘আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ শুরু হবে। দ্বিতীয় ডোজ শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
জানা যায়, টিকার দ্বিতীয় ডোজ শুরু হলেও প্রথম ডোজের জন্য যারা নিবন্ধিত আছেন তাদেরও টিকা দেওয়া হবে। একই সাথে লকডাউন এবং রোজার মাসেও চলবে টিকাদান।