সাদিপুরে খাদ্য সামগ্রী বিতরণ
সময় সিলেট ডট কম
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, এই বৈশ্বিক করোনা মহামারির সময়ে অতীতের ন্যায় যুবলীগ কাজ করে যাচ্ছে। তিনি মঙ্গলবার নগরীর শিবগঞ্জ সাদিপুরের হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারের উদ্যোগে প্রায় শতাধিক মানুষের মাঝে ১৫ দিনের এই খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এছাড়াও আওয়ামীলীগ ও সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, মরিচ, পেয়াজ, লবন, সাবান সহ অন্যান্য সামগ্রী। বিজ্ঞপ্তি