নগরীতে সিসিকের অভিযান
সময় সিলেট ডট কম
লকডাউনে নগরীতে মঙ্গলবার অভিযান চালিয়েছে সিসিকের মোবাইল কোর্ট। এসময় স্বাস্থ্যবিধি না মানা, রেস্টেুরেন্টে বসে খাবার পরিবেশন, ফুটপাত দখল এবং বেআইনিভাবে নদীতে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তারা। এতে ২৭ হাজার টাকা আদায় করা হয়েছে।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে কালিঘাট, মেন্দিবাগ এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় সিসিক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি