বিয়ানীবাজারে ট্রাক থেকে পড়ে কিশোরের মৃত্যু
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে ট্রাক থেকে পড়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার কলেজ রোডের দাসগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লিটন মিয়া (১৬)। সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বায়োজিদ মিয়ার পুত্র। তার পরিবার ঐ এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিলেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিয়ানীবাজারগামী একটি ট্রাকে বোঝাই করা ইটের উপর বসেছিলো শ্রমিক লিটন। দ্রুতগতির ট্রাকটি বিয়ানীবাজার সরকারি কলেজ গেইট পার হয়ে মোড়ে সড়কের একটি ভাঙ্গা অংশে ঝাঁকুনী দিলে লিটন ভারসাম্য হারিয়ে ট্রাক থেকে পড়ে যায়। এসময় তার মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটে প্রেরণ করেছে।