ফেঞ্চুগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন
ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা
লকডাউনে দ্বিতীয় দিনে ফেঞ্চুগঞ্জে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজার, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বাজার, বিআইডিসি বাজারে অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ। এ সময় লকডাউনে দোকান খোলা রাখায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
লকডাউন কার্যকর করতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশও তৎপর রয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ফেঞ্চুগঞ্জ বাজারে অভিযান চালান। হ্যান্ড মাইক দিয়ে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে ও মাস্ক পরিধান করতে বলেন। এছাড়াও লকডাউনে বাজারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন।
এদিকে, মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারের চিত্র সরজমিন দেখে লকডাউনের কোন দৃশ্যই বুঝা যায়নি। মঙ্গলবার ফেঞ্চুগঞ্জের বাজার দিন থাকায় সাধারণ মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরুত্ব বজায় রাখা তো দূরে থাক মাস্ক ছাড়াই অনেক মানুষকে চলাফেরা করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালত মাঠে নামলেও তাতে কাজ হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালত চলে গেলে সে এলাকায় ব্যবসায়ীরা দোকানপাট খোলে হরদম ব্যবসা করছেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ বলেন, নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজেরাই সচেতন হতে হবে এবং সবাইকে লকডাউন মানতে হবে। লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে আমরা মাঠে আছি।