স্বাস্থ্য সুরক্ষা’র অর্থ পেল ১২ সিটি করপোরেশন
স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য ১০ কোটি টাকা পেয়েছে সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশন। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা, দক্ষিণ সিটি করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ১ কোটি ২০ লাখ টাকা, গাজীপুর সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, খুলনা সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, রাজশাহী সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, বরিশাল সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, সিলেট সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, রংপুর সিটি করপোরেশন ৬০ লাখ এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ৬০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
অর্থছাড়ের শর্তে বলা হয়, ছাড় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং দ্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে। অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পরবর্তী কিস্তির অর্থছাড়ের আগে বর্তমানে ছাড় করা অর্থের ব্যয় বিবরণী পাঠাতে হবে। এছাড়া নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ছাড়া অন্য কোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না।