আল্লামা শায়খ জিয়া উদ্দীন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মজলিসে শুরা’র সভাপতি নির্বাচিত
সময় সিলেট ডট কম
জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথের মজলিসে শুরার বৈঠক বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরের জামিয়া মিলনায়তনে শুরা সদস্য মাওলানা জহির উদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুশ শহীদ গলমুকাপনী রহ. এর শূন্যস্থানে নতুন সভাপতি নির্বাচনের প্রস্তাব গৃহিত হয় এবং সর্বসম্মতিক্রমে আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন-কে শুরা সভাপতি নির্বাচিত করা হয়।
জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী জামিয়ার বিগত বছরের আয়-ব্যয়, শিক্ষা রিপোর্ট ও আগামী বছরের পরিকল্পনা ও বাজেট উপস্থাপন করেন। রিপোর্ট ও বাজেট নিয়ে উপস্থিত সদস্যরা পর্যালোচনা করে সন্তুষ প্রকাশ করেন এবং জামিয়ার সার্বিক উন্নতি ও অগ্রযাত্রা জন্য প্রিন্সিপালসহ সকলের কৃতজ্ঞতা জানান।
বৈঠকে জামিয়ার অন্যতম মুরব্বী সদ্য মরহুম হাজী ধন মিয়া, হাজী সুন্দর আলী, হাজী সিরাজ উদ্দীন, মাওলানা শরীফ খানসহ সকল মুর্দেগানের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা ও করোনা ভাইরাস থেকে সকলের সুরক্ষা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামিয়ার অন্যতম শুরা সদস্য মাওলানা মুহাম্মদ মুশাহিদ দয়ামিরী।
এসময় উপস্থিত ছিলেন- জামিয়ার শিক্ষাসচিব শায়খুল হাদীস আল্লামা আব্দুল করীম শাখাইতি, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব গৌছ খান, মাওলানা ফখরুদ্দীন আহমদ সাহেবযাদায়ে বিশ্বনাথী রাহ.,শুরা সদস্য আলহাজ্ব ফজলুর রহমান, আলহাজ্ব ফয়জুর রহমান, আলহাজ্ব হিরন মিয়া, মাওলানা সায়্যিদ সালিম ক্বাসিমী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আমির উদ্দীন আশরাফী, আলহাজ্ব মইনুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মাওলানা ওমর ফারুক, আলহাজ্ব আব্দুস সোবহান, আব্দুন নূর, আব্দুল মান্নান, শায়খে বিশ্বনাথী রাহ.’র সাহেবযাদা ফরিদ আহমদ, মাওলানা মহসিন উদ্দীন নাঈম, জামিয়ার শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, হাসান বিন ফাহিম প্রমুখ।