দক্ষিণ সুরমায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমায় গলায় ওড়ান পেঁচিয়ে এক তরুণী আত্মহত্যা করেছে। পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ওই তরুণীর নাম শারমিন বেগম (২৮)। সে তেতলী ইউনিয়নের গুরগাঁও গ্রামের আজম আলীর মেয়ে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, বুধবার সকালে নিজ বসত কক্ষে শারমিন বেগম গলায় ওড়ান পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তরুণী শারমিন অবিবাহিত ছিলেন। কি কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।