সিলেটের বিভিন্ন থানার সামনে ‘মেশিনগান’ স্থাপন
স্টাফ রিপোর্টার
সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানা ও ফাঁড়িতে বসানো হয়েছে লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট। একই অবস্থা জেলার ১১টি থানাতেও। ইতোমধ্যে কয়েকটিতে এলএমজি পোস্ট বসানো হয়েছে। অন্যগুলোতে চলছে কাজ। এছাড়া ঝুঁকি বিবেচনা করে প্রতিটি থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে একটি উগ্রবাদী গোষ্ঠী নাশকতামূলক কর্মকান্ড চালাচ্ছে। সরকারী-বেসরকারী স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানাধীন সম্পদ নষ্ট করেছে। এমন পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বুধবার রাত থেকে সিলেট জেলার ১১টি, মেট্রোপলিটনের ৬টি থানা ও ফাঁড়িতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৬টি থানা ও ৮টি পুলিশ তদন্ত কেন্দ্র, ফাঁড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এসব স্থাপনায় বালু ও মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট। প্রতিটি পোস্টে অতিরিক্ত ৫০ জন চৌকস পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানায় সরেজমিনে দেখা যায়, থানা প্রাঙ্গনের গোল ঘরে বালুবর্তী সিমেন্টের বস্তা দিয়ে এলএমজি পোস্ট তৈরি করা হয়। সেখানে দায়িত্বরত একজন পুলিশ সদস্য মেশিনগান তাক করে দাঁড়িয়ে আছেন। এছাড়া ঝুঁকি বিবেচনা করে কিছু থানার ছাদে ও সামনের ফাঁকা স্থানে এ ধরনের পোস্ট দেখা যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, এসএমপি’র সকল থানা, ফাঁড়ি ও জরুরী স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় বুধবার রাত থেকে প্রতিটি স্থাপনায় এলএমজি পোস্ট বসানোর কাজ শুরু হয়। ইতোমধ্যে সকল স্থাপনায় এলএমজি পোস্ট বসানোর কাজ শেষ হয়েছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ইতোমধ্যেই সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে। প্রয়োজনীয় সবধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রতিটি থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
এসপি ফরিদ আরো বলেন, কোনো দুষ্কৃতকারী থানা কিংবা সরকারী-বেসরকারী স্থাপনায় কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে আর রেহাই পাবে না।