র্যাবের হাতে ৫ লক্ষাধিক পাতার বিড়িসহ আটক ২
স্টাফ রিপোর্টার
শহরতলীর পীরের চক থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ ২ জনকে চোরাকারবারিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৪৬ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলো, কানাইঘাটের পাগু গ্রামের মৃত হাসান উল্লাহ’র ছেলে হুমায়ুন রশীদ (১৯) ও নগরীর শাহী-ঈদগাহ ৬৬ হাজারীবাগের মৃত ইদ্রিস মোড়লের ছেলে তানজিদ রহমান নাছির (১৬)।
বৃহস্পতিবার র্যাব-৯ এর সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এ দুই চোরাকারবারিকে আটক করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরে জব্দকৃত আলামতসহ আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।