৭২ এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সময় সিলেট ডট কম
নগরীর ৭২ এলাকায় আগামীকাল শনিবার প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর ১১ কেভির আম্বরখানা ফিডার ও বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভির উপশহর ফিডার এবং ১১ কেভির এমসি কলেজ ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ১১ কেভির আম্বরখানা ফিডারের আওতাধীন কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ, হোসনাবাদ, সৈয়দপুর, শাহী ঈদগাহ হার্ট ফাউন্ডেশ ও আশপাশ এলাকাসমূহে আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভির উপশহর ফিডারের আওতাধীন উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘিরপাড়, সোবহানীঘাট, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মার্র্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপাড়, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি এবং ১১ কেভির এমসি কলেজ ফিডারে আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, নাইওরপুল, চারাদিঘিরপাড়, আরামবাগ, দুর্গাবাড়ি, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ^বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এবং আশপাশ এলাকাসমূহে আশপাশ এলাকাসমূহে শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১০ ঘন্টা এ মেরামত ও সংরক্ষণ কাজ চলবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল করিম ও বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।